প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে পড়লো পুজোর লাইটের গেট।

0
357

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বেশ কয়েকদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। এ বছর দুর্গা পুজোয় প্রাকৃতিক দুর্যোগ পুজো উদোক্তাদের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। তাই আজ মঙ্গলবার বৈকালে অতি বৃষ্টির জেরে এবং ঝড়ো হাওয়াতে বীরভূম জেলার দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবের লাইটের গেট ভেঙে পড়ে যায়। এদিন দুপুরের পর থেকে ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি শুরু হয়। দুবরাজপুর রঞ্জনবাজারের উত্তরাঞ্চল ক্লাবের দুর্গোৎসবের পুজো মণ্ডপের মূল লাইটিং করা গেট ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে। ফলে ঘন্টা খানেক দুবরাজপুর থেকে বক্রেশ্বর যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় দুবরাজপুর থানার পুলিশ ও পুজো উদোক্তারা। বৃষ্টির সময় এক ব্যক্তি তাঁর মোটর বাইকটি দাঁড় করিয়ে ঐ জায়গায় আশ্রয় নিয়েছিলেন। তখন হঠাৎ লাইটের গেট ভেঙে পড়ে তাঁর বাইকটিতে। প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু তাঁর মোটর বাইকটি দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here