লক্ষ্মী এলো ঘরে : অজয় কুমার রজক।

0
630

বহুদিনের স্বপ্ন- আশা,
বংশ রক্ষা হবে।
এবার বুঝি বধুর কোলে,
আসবে পুত্র আলো করে।
ব্যর্থ মনস্কাম,
বিধি হলেন বাম।
ক্ষুন্ন সবে বধুর ‘পরে।
বধু থাকে ডরে ডরে।
কেউ বলে অলক্ষী,
কেউ বলে অপয়া।
কেউবা বলে পাঠিয়ে দাও,
ওর বাপের বাড়ি,
চিরতরে করে দাও আড়ি।
ভাসে বধু চোখের জলে।
কোলে শশী কলা দোলে।
কর্তা মশাই বেজায় খুশি।
তেড়ে এলেন বাগিয়ে ঘুঁষি,
রেগে দিলেন হুংকার,
ফাটিয়ে দেবো মাথা।
এমন করে কেউ যদি দেয়,
বধুর মনে ব্যথা।
পিতা মাতার সন্তান মোরা,
দায়ভার একা বধুর নয়।
কন্যা সন্তানে নাই কোন ভয়।
মুছে যাক সংস্কার,
কন্যা সন্তান দুই বংশের অহংকার।
কে আছিস? শঙ্খ বাজা, উলু দে,
বরণডালা সাজা।
কোজাগরী পূর্ণিমাতে আজ,
আমার লক্ষ্মী এলো ঘরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here