ঝাড়গ্রাম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে বর্ষ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা ।

0
313

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- ঝাড়গ্রাম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অজিত মাহাতোর উদ্যোগে বুধবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় বর্ষ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। কাউন্সিলর অজিত মাহাতো বলেন সবুজায়নের লক্ষ্যে সারা বছর ধরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন ১০ নম্বর ওয়ার্ডের ফাঁকা জায়গায় যেখানে যে ধরনের গাছের প্রয়োজন সেই ধরনের চারা গাছ লাগানো হবে এবং সেই চারাগাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গে তিনি বলেন কোথাও খালি জায়গা পড়ে থাকবে না। প্রতিটি এলাকায় চারাগাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষ পাশে রয়েছেন তারাই বিশেষভাবে লাগানো চারা গাছগুলির উপর নজরদারির কাজ চালাবেন। চারা গাছগুলি যাতে বড় করে তোলা যায় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র ১০ নম্বর ওয়ার্ডের ঘোড়াধারা এলাকা । তাই ঘোড়াধরা এলাকাকে সবুজায়ন করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ বলে তিনি জানান। কাউন্সিলর অজিত মাহাতোর উদ্যোগে খুশি ১০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here