শাসক দলের দুর্নীতি এখন চরমে,বিসর্জনের বাজনা বেজে গেছে, খড়গপুর থেকে মন্তব্য দিলীপ ঘোষের।

0
181

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে বোগদা এলাকায় চায়-পে চর্চা যোগ দিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ, পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি উপরাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছিলেন যে রাজ্যে শাসনের আইন নয় শাসকের আইন চলে সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন আমরাও বলেছি আমাদের বিরোধী নেতাও বলেছে এবং এই বিষয়টি সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ জেলায় জেলায় খুন ধর্ষণ কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে বাচ্চা ছেলে মেয়েদের তুলে নিয়ে গিয়ে খুন করার রেপ করা মহিলাদের জ্যান্ত পুড়িয়ে মারা চলছে, পাশাপাশি সাম্প্রদায়িকতা এমন জায়গায় পৌঁছেছে সেখানেও সেখানেও কোর্ট কে হস্তক্ষেপ করতে হচ্ছে,যারা শাসন চালাবে তারা এখন পার্টি বাঁচাতে নেতা বাঁচাতে ব্যস্ত পরিবার বাঁচাতে ব্যস্ত, রোজ কোন না কোন নেতা এমপি এম এল এ জেলে যাচ্ছে,দুর্নীতি এখন চরমে, উঠেছে বিসর্জনের বাজনা বেজে গেছে সেই জন্যই সরকারের কাছ থেকে আর কিছু আশা করা যাচ্ছে না বলেই মানুষ কোর্টে যাচ্ছে না হয় কেন্দ্র সরকারের কাছে বারবার আবেদন করছে। এখানকার আইন-শৃঙ্খলার জন্য,
পবন সিনের বিজেপি না ছাড়া প্রসঙ্গে তিনি বলেন সেটা ভবিষ্যতে বোঝা যাবে কিন্তু পবন সিং বিজেপির প্রতীকে জিতেছেন। স্বাভাবিকভাবেই সে আমাদের পার্টির এমএলএ এখন কি হবে আর কি করবে সেটা তো বলা যায় না রাজনীতিতে বিজেপিতে আছে সে নিজেই বলেছে সেটা
তৃণমূলের বিজয় সম্মেলনী প্রসঙ্গে তিনি বলেন যে আমাদের দেখে শিখছে আর কি টিএমসির বিজয়ের সম্মেলন নিতে কি হয় সেটা কি আমরা জানিনা? আমরা মন্ডলের মণ্ডলে ১২০০ বেশি জায়গায় বিয়ের সম্মেলনী করছি শুরু হয়ে গেছে সেটা দেখলে যে এটা তো জনসংগ্রাম একটি ভালো মাধ্যম সেটা যদি হয় আমার মনে হয় এটি একটি ভালো কাজ। সমাজের সবাইকে নিয়ে আনন্দ করা পুজোর পরে মিলিত হওয়া যে অসরক্ষা অসামঞ্জস্য সমাজে দেখা যাচ্ছে। সেটা যদি কোন পার্টি করে সেটা ভালো কথা কিন্তু সেখানে তো এগুলো কাঠ মানির টাকায় হবে মজ মস্তি হবে ডিজে বাজবে বিজয় সম্মেলনের আসল উদ্দেশ্য যদি পূর্তি হয় তাহলে খুব ভালো কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here