কিছু দিন বিশ্রাম কাটিয়ে আবার ছন্দে ফিরেছে জটেশ্বরের কুমোরটুলি।

0
256

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কিছু দিন বিশ্রাম কাটিয়ে আবার ছন্দে ফিরেছে জটেশ্বরের কুমোরটুলি। দুর্গা পুজোর পর লক্ষ্মী প্রতিমা গড়তে ব‍্যস্ত ছিলেন ফালাকাটা ব্লকের জটেশ্বরের মৃৎশিল্পীরা।সামনেই কালীপূজো। তাই আড়মোড়া ভেঙে ধীরে ধীরে কালী প্রতিমা তৈরিতে মনোনিবেশ করছে তাঁরা‌। জটেশ্বরের মৃৎ কারখানা গুলোতে দেখা গেল এমনই এক দৃশ্য। কোথাও কালী প্রতিমার কাঠামো তৈরি হচ্ছে। আবার কোথাও বড় প্রতিমাতে মাটির প্রলেপ পড়েছে।এবিষয়ে জটেশ্বরের মৃৎশিল্পী চয়ন বড়ুয়া বলেন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন কালী পুজোর। এবছর কমিটির কালী প্রতিমা তৈরী করতে ভালোই বরাত মিলেছে। বহু বাড়ি ও সাধারণ পূজো উদ‍্যোক্তারা কোনো বায়না ছাড়াই প্রতিমা কিনতে আসেন। তাই আমাদের একটু বেশি করে প্রতিমা তৈরি করে রাখতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here