আটার তৈরি ঠেকুয়া বিশেষ ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার হল প্রধান প্রসাদ ছট পূজার, চলছে প্রস্তুতি।

0
317

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ছট পুজোর প্রধান আরাধ্য দেবতা হলো সূর্য। গঙ্গার ঘাটে আস্ত ফল কুলো ডালায় নিয়ে যাওয়া হয় ছট পুজো । আটার তৈরি ঠেকুয়া বিশেষ ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার হল প্রধান প্রসাদ ছট পূজার।
বিকালে সূর্য ডোবার আগে প্রথমবার আস্ত কলা ডাব নানা বিধ ফলমূল ঘাটে গিয়ে পূজা দিয়ে, পরের দিন সূর্যদেব ওঠার আগে একইভাবে পুজো দিয়ে সমাপ্ত হয় ছট পুজো প্রক্রিয়া। মূলত হিন্দিভাষী এ রাজ্যবাসী বিহার ঝাড়খন্ড উত্তর প্রদেশ নানা দেশ থেকে আগত বাসিন্দাদের প্রধান উৎসব এই ছট পুজো। তবে ঠেকুয়া তৌরি করার নানাবিধ আয়োজন যেমন থাকে পাশাপাশি নিষ্ঠা মেনে এই ঠেকুয়া বানানো হয় ছট পুজোর প্রধান প্রসাদ এই ঠেকুয়া ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here