বুড়িমার বোম বন্ধ হয়েছে কিন্তু পিসিমার বোম বন্ধ হয়নি, নন্দীগ্রাম থেকে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

0
185

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুড়িমার বোম বন্ধ হয়েছে কিন্তু পিসিমার বোম বন্ধ হয়নি, বোমা বিস্ফোরণ ও গুলিকাণ্ড নিয়ে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, তুমি আরো বলেন যতদিন না পিসিমার বোম বন্ধ হচ্ছে ততদিন লোক মরবে বোমা বিস্ফোরণ হবে, পাশাপাশি যেভাবে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে তা নিয়ে বর্তমান রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী, তিনি বলেন ভয়ংকর অবস্থা, সরকার নেই,সরকার ছুটি কাটাচ্ছে, দুর্গা পুজোয় ১১ দিন, কালী পুজোয় ৮ দিন, ছুটি আর ছুটি, অন্যদিকে বারবার বিরোধীরা বলছে বারুদে স্তুবে রয়েছে বাংলা, সেই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন বারুদের স্তুবে বাংলা বলেই বারবার NIA আসছে, কোট এনআইএ তদন্ত করছে, পাশাপাশি বিরোধীরা তৃণমূলকে যে ডেট লাইন দেওয়া হয়েছে সেই ডেট লাইন প্রায় শেষের মুখে তাই নিয়ে শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই সরকার কার্যতো ল্যামডাকে পরিণত হবে ডিসেম্বর মাস থেকে, আমরা কখনো বলিনি বিজেপি গিয়ে ভোটে না জিতে ৭০ জন MLA নিয়ে সরকারে বসবে, সেটা দেখতে পাচ্ছেন তো অবস্থা, আপনাদের দেখেছেন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝরাতে তুলতে সরকারকে ১৪৪ ধারার জন্য কোর্টে যেতে হচ্ছে, কত দুর্বল সরকার, যাদের হাতে আইন আছে, আইন প্রয়োগ করতে পারছেন না কোর্টে যাচ্ছেন, এই সরকার কার্যত ল্যামডাক সরকার হয়ে গেছে, এই সরকার দশ হাজার কোটি টাকা পরিকাঠামোর জন্য ঋণ চাইছে, তার কারণ হচ্ছে ডিসেম্বর মাসের বেতন ১ লা জানুয়ারিতে হওয়ার কথা সেটা আর হবে না, নভেম্বর পর্যন্ত বেতন রয়েছে নভেম্বরের পরে বেতন নেই, আর দুয়ারে সরকারের ধাপ্পা আবার ১ লা নভেম্বর থেকে শুরু করবে, আমি আগামীকাল পুরুলিয়া জেলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুয়ারে সরকারের ধাপ্পা সব জানিয়ে দেবো, এমনটাই এই দিন হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here