কঠিন বজ্র পদার্থ ব্যবস্থাপনা নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করল মালদা জেলা পরিষদের সেনিটাইজেশন সেল।

0
133

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- কঠিন বজ্র পদার্থ ব্যবস্থাপনা নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করল মালদা জেলা পরিষদের সেনিটাইজেশন সেল।
সোমবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
কঠিন বজ্র পদার্থ ব্যবস্থাপনা নিয়ে দপ্তরের আধিকারিকরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে কর্মশালার আয়োজন করেন।
উপস্থিত ছিলেন, মালদা জেলা শাসক নিতেন সিংহানিয়া, ডিস্ট্রিক্ট সেনিটাইজেশন সেলের ওসি লোপসাং সেরিং সহ অন্যান্য আধিকারিকরা।
গ্রামীণ এলাকা যাতে আবর্জনা মুক্ত রাখা যায় এবং বজ্র পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালায়।
জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, মালদা জেলার ১৪৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪৪ টি গ্রামে আবর্জনা প্রসেসিং ইউনিট তৈরি করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেই কাজে যুক্ত থাকবেন। যে জেলাগুলোতে কাজ শুরু করেছে সেখানে নিয়ে গিয়ে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ানো হবে।
পচনশীল পদার্থ থেকে সার এবং অপচনশীল আবর্জনা থেকে অন্যান্য উপকরণ যাতে তৈরি করা যায় তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় মহিলাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here