নৌকা বাইচ প্রতিযোগিতা তুফানগঞ্জে কালজানি নদীতে।

0
627

মনিরুল হক, কোচবিহার:- প্রতিবছরের মতো নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন হলো। সোমবার কোচবিহারের তুফানগঞ্জ দেওচড়াই অঞ্চলের ভৈরবের টারি এলাকায় নদীতে নৌকা বাইচ খেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন। কোচবিহার ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ খোকন মিয়া, সমাজকর্মী মনোজ বর্মা সহ অনেকেই। গত কয়েক বছর ধরে এই নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে আসছে।

ভৈরবেরটারি সাথি সংঘের পরিচালনায় এদিনের এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ গ্রামীণ এলাকায় এ ধরনের অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন আগের ধরনের প্রতিযোগিতা অনেক জায়গায় হলেও এখন অনেকটাই হারিয়ে গিয়েছে। কিন্তু ভৈরবেরটারি সাথি সংঘের সদস্যরা সেই প্রতিযোগিতাকে আজও ধরে রেখেছে। ক্লাব সূত্রে জানা গিয়েছে এদিনের এই প্রতিযোগিতায় ১৩ টি নৌকা অংশ নেয়। তুফানগঞ্জ এর কালজানি নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here