ক্রান্তি ব্লকের কাঁঠালগুলিতে হাবিব মোহাম্মদের বাড়িতে একটি অজগর সাপ দেখা দেওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

0
160

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ক্রান্তি ব্লকের কাঁঠালগুলিতে হাবিব মোহাম্মদের বাড়িতে একটি অজগর সাপ দেখা দেওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,হাবিব মোহাম্মদ স্ত্রী স্নান করতে দুপুরবেলা যাওয়ার সময় অজগর সাপটিকে বাথরুমের ওপরে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন তৎক্ষণ কাঠালবাড়ি মোড় পাশে বাড়ি থাকায় অনেক লোকজোড় হয়।অজগর সাপটিকে দেখে সবাই অবাক হয়ে যান। সমাজসেবী মেহেবুব আলম কাঠামবাড়ী আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করেন কিন্তু বনদপ্তরের কর্মীরা দেরি করে আশায় স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে সাপটিকে বস্তা বন্দী করানো হয়। এ বিষয়ে হাবিব মোহাম্মদ জানালেন, আমার বাড়িতে আমার স্ত্রী স্নান করতে যাওয়ার সময় অজগর সাপটিকে দেখতে পান বাথরুমের উপরে ,চিৎকার চেঁচামেচি করলে আমরা উপস্থিত হয়ে সাপটিকে দেখতে পাই স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সাপটিকে বস্তাবন্দী করা হয় । এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী মেহেবুব আলম বলেন, তিনি অজগর সাপটির কথা জানতে পেরে সাথে সাথে কাঠামবারি আপালচাঁদ রেঞ্জ অফিসে যোগাযোগ করেন কিন্তু কর্মীদের দেরি করে আসায় এলাকার মানুষগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তাই স্থানীয় মানুষদের উদ্যোগেই সাপটিকে বস্তাবন্দী করা হয় এবং বনদপ্তরের আধিকারিকদের ওপর একরাশ ক্ষোভ উগড়িয়ে দেন সময় মত উপস্থিত না হওয়ার কারণে। পরবর্তী সময়ে অজগর সাপটি কাঠামবাড়ী আপালচাঁদ রেঞ্জ অফিসের বনকর্মী আমজাদ আলী হাতে তুলে দেওয়া হয় বলে তিনি জানালেন। উদ্ধারকৃত অজগর সাপটি বৈকন্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here