খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ১৯ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হলো শনিবার।

0
200

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ১৯ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হলো শনিবার। ওই অনুষ্ঠানটি অর্গানাইজেশনের অফিস কক্ষেই অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। এরপর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক পরিমল রায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে শীত বস্ত্র এবং বয়স্কদের শাড়ি ও চাদর প্রদান করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তোফাজ্জল হক, পঞ্চায়েত সমিতির সদস্য সগেন্দ্রনাথ রায়,পঞ্চায়েত সদস্য স্বপন রায়, ঠাকুর পঞ্চানন স্মারক সমিতির কর্ণধার চিত্তমোহন রায়, রাজবংশী চিত্রপরিচালক তপন রায়, ইতিহাসবিদ ডক্টর রতন রায়, বিশিষ্ট সমাজসেবী হৃদয় চক্রবর্তী, সুনীল চন্দ্র রায়, অর্গানাইজেশনের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক লক্ষীকান্ত রায়, তরুণ সংঘ ও দেশবন্ধু ক্লাবের সদস্যরা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তার অভিভাবকেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here