স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট এবং আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্বাস্থ পরীক্ষা শিবির ও বস্ত্রদান কর্মসূচি।

0
3498

দঃ ২৪পরগনা, নিজস্ব সংবাদদাতাঃ- স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট এবং আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় জগদ্ধাত্রী পূজা উপলক্ষে
ঝড়খালি অঞ্চলের ত্রিদিব নগরে
তিন দিন ধরে যে কর্মসূচি গুলো রাখা হয়েছিল, প্রথম দিন ছিল প্রান্তিক মায়েদের ও ছোটছোট শিশুদের নিয়ে নতুন বস্ত্র প্রদান।
দ্বিতীয় দিন ছিল সম্পূর্ণ বিনামূল্যে হেলথ ক্যাম্প ও চক্ষু পরীক্ষার শিবির।
তৃতীয় দিন ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির, এখন যে পরিমাণে রক্ত সংকট দেখা দিয়েছে সেইদিকে নজর রেখে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বর্ণদীপ।
ঐদিন অর্ধেক জন ছিল প্রথম রক্তদাতা,এছাড়া সেদিন বেশিরভাগ মা ও বোনেরা রক্ত দিতে এগিয়ে এসেছেন, বিষয়টি সত্যিই চোখে পড়ার মতো।
রক্তদান জীবন দান
আপনার একফোঁটা রক্তের বিনিময়ে বেঁচে যেতে পারে আরো একটি প্রাণ।
সংগঠনের পক্ষ থেকে সকল রক্তদাতাদের কৃতজ্ঞতার সহিত শুভকামনা রইল। স্বর্ণদীপ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র মানুষের পাশে থেকে কাজ করে চলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তী ব্লকের সংসদ প্রতিমা মন্ডল,
ঝর্ণা মন্ডল ,গৌতম মন্ডল তন্ময় মন্ডল, শ্রীকান্ত বধূক
আরো অনেক বিশিষ্ট
সমাজসেবী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here