শিশু দিবসে শিশুরা কেমন আছে তা জানতে দুয়ারে দুয়ারে পৌঁছে গেল আমাদের সাংবাদিক।

0
138

আবদুল হাই, বাঁকুড়াঃ- স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন আজ, আর এই দিনটি গোটা দেশ জুড়ে শিশু দিবস হিসেবে পালন করা হল। শিশু দিবসে শিশুরা কেমন আছে তা জানতে দূয়ারে দুয়ারে পৌঁছে গেল আমাদের সাংবাদিক আবদুল হাই । এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের বছর ১২ শ্রাবণী রুইদাস দুরারোগ্য রোগে আক্রান্ত। সম্পূর্ণ নিঃস্ব পরিবার মেয়ের চিকিৎসায় সব চলে গেছে।বাবা মায়ের চোখের সামনে মেয়ে একটু একটু করে হারাচ্ছে জীবনীশক্তি।বছর ৬ এর আর এক সন্তান তন্ময় বাগদী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।খুব অসহায় পরিবার দিন আনে দিন খায়।ছেলের চিকিৎসার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখনো ছুটে চলেছেন শুধুমাত্র সন্তানকে বাঁচানোর জন্য।যতই দেশ জুড়ে ঘটা করে শিশু দিবস হিসেবে পালন করা হোক না কেন কিন্তু আজও দেশের প্রায় সর্বত্রই শিশুরা অবহেলিত ও বঞ্চিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here