সদাইপুর থানার উদ্যোগে শিশু দিবস পালন।

0
294

সদাইপুর, সেখ ওলি মহম্মদ:- প্রতিবছর ১৪ নভেম্বর সারা দেশজুড়ে পালিত হয় জাতীয় শিশু দিবস। এই একই দিনে জন্মেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু। নেহরু বাচ্চাদের কাছে চাচা নামে পরিচিত ছিলেন। তার জন্মদিন উপলক্ষেই মূলত দিনটি শিশুদিবস হিসেবে পালিত হয়।
১৯৬৪ সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর সারা দেশজুড়ে ১৪ই নভেম্বর শিশু দিবস পালন করা হয়। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে ঐ থানা এলাকার বিভিন্ন স্কুলে শিশু দিবস পালন করা হয়। এদিন স্কুলের কচিকাঁচাদের কেক, বিস্কুট ও চকলেট তুলে দেন সদাইপুর থানার পুলিশ কর্মীরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here