বাংলার কালী কার্তিকের শহর হিসেবে পরিচিত সোনামুখী।

0
860

আবদুল হাই, বাঁকুড়াঃ কালী কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌরশহর সোনামুখী । কালীপুজোর পর এবার কার্তিক পুজোকে কেন্দ্র করে জমজমাট আকার ধারণ করেছে গোটা সোনামুখী পৌরশহর । সরকার অনুমোদিত সোনামুখী পৌরশহরে মোট কার্তিক পুজোড় সংখ্যা ১৯ টি তবে পুজো হয়ে থাকে তারও বেশি । সোনামুখী পৌরশহরের প্রাচীন কার্তিক পুজো গুলির মধ্যে অন্যতম মাইত কার্তিক বা মধ্যম কার্তিক , বড় কার্তিক , মহিষগোঠ কার্তিক , ঘুরনি কার্তিক , নীল বাড়ি কার্তিক , লালবাজার কার্তিক ।

কার্তিক পূজা উপলক্ষে গোটা সোনামুখী পৌরশহরকে রংবেরঙের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফে । তবে শুধুমাত্র সোনামুখী পৌরশহর নয় আশেপাশের গ্রামের সাধারণ মানুষরাও শহরে কার্তিক পুজো দেখতে ভিড় জমিয়ে থাকেন । পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন রয়েছে অত্যন্ত সতর্ক । পূজোকে কেন্দ্র করে যাতে কোনরকম কোন অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কারণে প্রতিটি প্যান্ডেলে মোতায়ন করা হয়েছে পুলিশ বাহিনী । পুলিশ প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় । মোটের উপর কালীপুজোর পর কার্তিক পুজোকে কেন্দ্র করে জমজমাট সোনামুখী পৌরশহর । আট থেকে আশি সকলেই মেতে উঠেছেন কার্তিক পুজোকে কেন্দ্র করে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here