কার্তিক পূজা উপলক্ষে বামনগোলা ব্লকের কেশরকুড়ী গ্রামের ‘সমাজসেবা সংঘের’ উদ্যোগে রক্তদান শিবির।

0
187

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- কার্তিক পূজা উপলক্ষে বামনগোলা ব্লকের কেশরকুড়ী গ্রামের ‘সমাজসেবা সংঘের’ উদ্যোগে,পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়,শনিবার পূজা প্রাঙ্গণে সংকটময় মুহূর্তে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ২০ জন রক্তবন্ধু রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধ করনে উপস্থিত ছিলেন সমাজসেবা সংঘের সম্পাদক রবীন্দ্র অধিকারী, অন্যতম সদস্য চঞ্চল মন্ডল, ভারত স্কাউটস্ গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা,বিশিষ্ট সমাজসেবী অশোক সরকার, অঞ্চল সভাপতি হরেরাম মজুমদার ,পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুন সরকার, রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী তরুণ ভকত, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী বিশ্বজিৎ হালদার, মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসক প্রলয় দাস, পঞ্চায়েত সদস্যা লিপি রায় প্রমূখ। সকলকে ধন্যবাদ জানান সমাজসেবা সংঘের সভাপতি তাপস রায় মহাশয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here