জেলবন্দী অনুব্রত মণ্ডলকে পাঁঠা বলে সম্বোধন করলেন।রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

0
250

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ শুক্রবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর ফুটবল মাঠে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ‘জেলবন্দি’ অনুব্রত মণ্ডলকে ‘পাঁঠা’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে নিত্যানন্দপুরের তাঁদের জমায়েতের বোলপুরে বেশী লোকের সভা করার চ্যালেঞ্জ তৃণমূলকে ছুঁড়ে দেন তিনি।

একই সঙ্গে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের বৌয়েদের পাঁচশো টাকা দিয়ে ঐ দলের নেতাদের বান্ধবীদের বাড়িতে কোটি কোটি টাকা। রাজ্যে বেকারের সংখ্যা ক্রমবর্ধমান। বিজেপি ক্ষমতায় এলে শিল্প হবে, হবে কর্মসংস্থান। সঙ্গে সুষ্ঠ নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে বলেও তিনি দাবি করেন।

এদিন সুকান্ত মজুমদার দাবি করেন, ‘দিদি এরাজ্যটাকে মাতালের রাজ্যে পরিনত করতে চলেছেন’। ‘ঢুক ঢুক পিও-যুগ যুগ জিও’, তাই মদ আমাদের ভবিষ্যৎ, মাতাল আমাদের বর্তমান’। তাই পেট্রোল-ডিজেলের দাম না কমিয়ে মদের দাম রাজ্য সরকার কমাচ্ছে বলেও তিনি দাবি করেন।

এদিনের এই সভায় মিঠুন চক্রবর্ত্তী, সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, দলের বিধায়ক, পদাধিকারী সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here