মালদহে ফিরলেন রতুয়ার দাপুটে নেতা সেখ ইয়াসিন।

0
293

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদহে ফিরলেন রতুয়ার দাপুটে নেতা সেখ ইয়াসিন। গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ইয়াসিন। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য নেতৃত্বের পদ পান তিনি। গত বুধবার কলকাতায় মুকুল রায়ের উপস্থিতিতে ফের তৃণমূলের পতাকা ধরেন। একইসঙ্গে তৃণমূলের পতাকা ধরেন ইয়াসিনের স্ত্রী মালদা জেলা পরিষদ সদস্য পায়েল খাতুন। বিজেপি ছাড়ার কথাও জানান ইয়াসিন। যদিও ইয়াসিনের দলে ফেরার দাবি মানতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব।
এরইমধ্যে আজ কলকাতা থেকে মালদহে ফেরেন ওই নেতা। তাঁকে স্বাগত জানাতে মালদা টাউন স্টেশনে ভিড় করেন কয়েক”শ মানুষ। উপস্থিত ছিলেন রতুয়া তৃণমূলের একঝাঁক নেতৃত্ব। তৃণমূলের ঝাণ্ডা নিয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে স্টেশন চত্ত্বর, এরপর মিছিল রওনা হয় রতুয়ার উদ্দেশ্যে।
ইয়াসিন এদিন বলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। ওঁরা সাম্প্রদায়িক রাজনৈতিক করে। তাই পুরনো দলে ফিরলাম। আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটে তৃণমূলকে শক্তিশালী করার জন্য কাজ করব। আগামীতে সব আসনে তৃণমূল জিতবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here