নবমতম প্রতিষ্ঠা দিবস উদযাপন বর্ধমান দু’নম্বর ব্লক এর মানিকহাটী প্রগতি সংঘের।

0
328

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- গুটি গুটি পায়ে চলতে চলতে নবমতম বর্ষে পদার্পণ করেছে বর্ধমান দু’নম্বর ব্লকের মানিকহাটী প্রগতি সংঘ। প্রতিষ্ঠ দিবস উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি আজ মানিকহাটী প্রগতি সংঘের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে কম্বল ও শাড়ি বিতরণ করা হয় এবং বর্ধমান দু’নম্বর ব্লকের তিনটি দুর্গাপূজো কমিটিকে সংবর্ধিত করা হয়। তাছাড়াও এদিন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সংবর্ধিত করা হয়। শুধুমাত্র তাই নয়, আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অনুষ্ঠান মঞ্চ থেকে করনা মহামারীর সময় সামনের সারিতে দাঁড়িয়ে যারা কাজ করেছেন এক স্বাস্থ্য কর্মীকে এবং পাঁচজন সিভিক ভলেন্টিয়ার্সকে সংবর্ধিত করা হয়।আমরা আগেও দেখেছি করোনা মহামারীর সময় মানিকহাটী প্রগতি সংঘের উদ্যোগে মানুষের হাতে তুলে দেয়া হয়েছিল নিত্য প্রয়োজনীয় জিনিস। করোনাকালে করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী নৃত্য দিয়ে শুরু হয় আজকের এই অনুষ্ঠান। আজ মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনবর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান মহিলা থানার ইন্সপেক্টর ইনচার্জ বনানী রায়, পঞ্চায়েত সমিতি সভাপতি অরুন গোলদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here