রাস্তার পাশে থাকা দোকান ছড়িয়ে দিলে পুলিশ, অসহযোগিতার অভিযোগ ব্যবসায়ীদের।

0
314

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  কোচবিহারের ঐতিয্যবাহী রাসমেলা শুরু হয় ৮ নভেম্বর। ওই মেলার চলবে ২০ দিন। সেই নির্ধারিত সময় অনুসারে গতকাল ২০ দিন পার হয়ে গেছে অর্থাৎ মেলার সময় সীমা পেরিয়ে যায়। প্রশাসনের নির্দেশ অনুযায়ী মেলা বাড়বে না একদিনও। সেই মোতাবেক মাঠে নেমে পড়েছে পুলিশ প্রশাসন। কোচবিহার মদন মোহন মন্দির চত্বরে ফুটপাথে যে দোকান গুলি রয়েছে তা তুলে দিচ্ছে প্রশাসন। এতেই ক্ষিপ্ত হয়ে পড়ছে দোকানিরা। দোকানিরা জানাচ্ছেন আমরা ছোট ব্যবসায়ী দোকান গোছাচ্ছি সেই সময় পুলিশ এসে দোকান তুলে দিচ্ছে। পুলিশ প্রশাসনের এইরুপ কাজ ঠিক না।

এদিন এবিষয়ে কোচবিহার রাসমেলা আসা এক ব্যবসায়ী জানান, আমার সকাল থেকে দোকানের মালজাল সব গোছাঘুঁচি করছি কিছু মাল বাইরে রয়েছে সেই সময় পুলিশ এসে সব ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। মালগুলো তোলার যে আমাদের একটু সময় দিবে সে সময়টুকু দেয়নি পুলিশ বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here