ইটভাটা থেকে মজুত করা কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ।

0
129

দুবরাজপুর থেকে সেখ ওলি মহম্মদঃ- বিগত একমাসে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক টন কয়লা উদ্ধার করা হয়েছে।অবৈধভাবে কয়লা পাচার রুখতে সর্বদা তৎপর রয়েছে জেলা পুলিশ। পুলিশের লাগাতার অভিযানে দিনের পর দিন প্রচুর পরিমাণে কয়লা বাজেয়াপ্ত করা হচ্ছে। তবুও কয়লা পাচারকারীদের আটকানো যাচ্ছে না। কিন্তু বীরভূম জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশি অভিযান চালিয়ে কখনও লরি ভর্ত্তি কয়লা আটক করা হচ্ছে, আবার কখনও ছোট গাড়ি বা মোটর সাইকেল ভর্ত্তি কয়লা আটক করা হচ্ছে। কিন্তু আজ স্কাল্র মজুত করা কয়লা বাজেয়াপ্ত করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দুবরাজপুর থানার বালিজুড়ি পঞ্চায়েতের বনবুন্দরা গ্রামের একটি ইটভাটা থেকে প্রায় ২০ টন কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ আসার আগেই ভাটার মালিক পালিয়ে যায়। এই অবৈধ কয়লাগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে তা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here