দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ঠান্ডা গরম পানীয় জল আধার।

0
168

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- – দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ঠান্ডা গরম পানীয় জল আধার। স্থানীয়দের অভিযোগ পানীয় জলাধার উদ্বোধনের মাসখানেক এর মধ্যে বিকল হয়ে পড়ে পানীয় জল আধার। স্থানীয়রা আশা করেছিলেন এই পানীয় জল আধার তাদের সুবিধার হবে। কিন্তু দেখা গেল বিপরীত চিত্র।২০২২ সালের মার্চ মাসের মাঝামাঝিতে উদ্বোধন হলেও বর্তমানে বিকল হয়ে পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ এপ্রিল মাসের মাঝে মাঝে থেকে বিকল রয়েছে এই পানীয় জল আধার। তালা বন্ধ। বারবার প্রধান কে জানানো হলেও কেবল টালবাহানায় করে গেছেন। অভিযোগ মিস্ত্রি ডেকে ঠিক করে দেবো। কিন্তু এখন পর্যন্ত বিকল হয়ে পড়ে রয়েছে। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি শেখ সুলতান এক প্রকার দায় এড়াতে বলেছেন কোম্পানির লোক এসে ঠিক করবে। কয়েক মাস অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত কোম্পানির লোক ঠিক করতে আসেনি এমন প্রশ্ন উঠতে লেগেছে। আনুমানিক ৩ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই জলাধার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here