বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে নানান অনুষ্ঠান দক্ষিণ দিনাজপুরে।

0
188

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিশেষভাবে সক্ষমদের নিয়ে শুক্রবার বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান হল বুনিয়াদপুরে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী চলা অনুষ্ঠানের শেষ দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার সমগ্র শিক্ষা মিশন বংশীহারী চক্রের পরিচালনায় বুনিয়াদপুর প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিকেলে বিশেষভাবে সক্ষম ও অভিভাবকদের নিয়ে একটি রেলি বুনিয়াদপুর শহর পরিক্রমা করে। মূল মঞ্চে ফিরে অভিভাবকদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন রা কিভাবে সমাজের মূল স্রোতে ফিরতে পারে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এছাড়াও বিশেষভাবে সক্ষমদের মনোরঞ্জনের জন্য স্থানীয় শিল্পীদের দ্বারা কবিতা, নৃত্য, গান পরিবেশিত হয়। বিকেলে উপস্থিত বিশেষভাবে সক্ষমদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা সমগ্র শিক্ষা মিশন বংশীহারী চক্রের নিযুক্ত বিশেষ শিক্ষক অনাদি নায়েক বলেন, বিশেষভাবে সক্ষমদের মূল স্রোতে ফিরাতে বংশীহারী চক্রে সরকার পক্ষে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। প্রতিনিয়ত বিশেষভাবে সক্ষমদের নিয়ে বিশেষ শিক্ষকরা কাজ করে চলেছেন। সাধারণ শিশুর মত এদের বিদ্যালয়ে ভর্তি করার পরামর্শ দেন। স্টাইপেন্ড, যাতায়াত ভাড়া, হুইল চেয়ার, ব্রেইল বই, কানে শোনার মেশিন সমগ্র শিক্ষা মিশন থেকে দেওয়ার ব্যবস্থা আছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here