দুর্ঘটনার কবলে টেট পরীক্ষার্থী ও তাঁর পরিবার : দেওয়া হল না পরীক্ষা।

0
133

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজ টেট পরীক্ষা। তাই বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য নিজেদের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। টেট পরীক্ষার্থীর গাড়ি দুর্ঘটনার কবলে। আহত টেট পরীক্ষার্থীর পরিবারের বেশ কয়েকজন। পরীক্ষার্থীর নাম শুভশ্রী দে। ঐ গাড়িটিতে পরীক্ষার্থী ছাড়া তাঁর স্বামী, শাশুড়ি, আড়াই বছরের ছেলে ও ড্রাইভার ছিলেন। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের বীরভূম জেলার সদাইপুর থানার বাঁধেরশোল মোড়ে। স্থানীয় সূত্রে খবর, সাঁইথিয়া থানার মাজিগ্রাম থেকে দুবরাজপুর ব্লকের হেতমপুরে ঐ পরীক্ষার্থীর সিট পড়েছিল। তাদের ছোট চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর যখন হোন। সদাইপুর থানার পুলিশ আহতদের সিউড়ির সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ভর্ত্তি করা হয়। কিন্তু টেট পরীক্ষার্থী শুভশ্রী দে জানান, এই দুর্ঘটনার ফলে আমার মানসিক অবস্থা ভালো নয়। তাই আমি আজকের টেট পরীক্ষা দেব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here