শান্তিপুরের ইতিহাসে এই প্রথম শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে আজ থেকে শুরু হল ৩৮ তম নদিয়া বইমেলা।

0
572

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এখন জবর দখলের জামানা, এখনো সুরক্ষিত রয়েছে পাবলিক লাইব্রেরী মাঠ, তাই ধন্যবাদ জ্ঞাপন করলেন কর্তৃপক্ষকে। আগামী দিনে লাইব্রেরীর গ্রন্থাগারে নিয়োগের আশ্বাস দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন শান্তিপুরের ইতিহাসে এই প্রথম শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে আজ থেকে শুরু হল ৩৮ তম নদিয়া বইমেলা। বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আসেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, এরপর প্রদীপ প্রজ্জালনের মধ্যে দিয়ে বইমেলার শুভ উদ্বোধন করেন। যদিও বিগত বছরগুলিতে নদীয়া বইমেলা নদী য়ার কৃষ্ণনগরে হয়ে এসেছিল, এই প্রথম শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে আজ থেকে শুরু হলো নদীয়া বইমেলা। আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। বইমেলার আকর্ষণ গড়ে তোলার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০টি স্টল বসানো হয়েছে, বইমেলার উদ্বোধনের পরেই শান্তিপুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা মেলায় ভিড় জমিয়েছে। তবে মেলা উদ্বোধনীর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে পাবলিক লাইব্রেরী কর্তৃপক্ষ। এই শোভাযাত্রায় শান্তিপুরের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আজ বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ ও কিশোর গোস্বামী সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here