হরিশ্চন্দ্রপুরে শুরু হতে চলেছে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা।

0
153

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-হরিশ্চন্দ্রপুরে শুরু হতে চলেছে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা। আর এই কর্ম শালার প্রস্তুতি খতিয়ে দেখতে এবং এলাকার যুব সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে আজ হরিশচন্দ্রপুরে এসে পৌঁছলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। আর চাচোল থেকে সড়ক যোগে তিনি হরিশ্চন্দ্রপুরে এসে পৌঁছান। হরিশ্চন্দ্রপুরের সিপিএম পার্টি অফিস কুল দীপ মিশ্র ভবনে এলাকার যুব নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনায় বসেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি জানান রাজ্যজুড়ে দুর্নীতি বেলাগাম পর্যায় পৌঁছেছে মানুষ এর জবাব দেবে আসন্ন নির্বাচনে। যুবদের আন্দোলন শুধু কলকাতা কেন্দ্রিক নয় বোঝাতেই উত্তরবঙ্গ কে বেছে নেওয়া হয়েছে বলে দাবি ক্যাপ্টেন মীনাক্ষীর। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান জেলায় বামেদের মধ্যে কোন গোষ্ঠী কোন্দল নেই এগুলো মিডিয়ার তৈরি করা। সিপিএম যুবশক্তির মাধ্যমে আবার রাজ্যে ঘুরে দাঁড়াবে এ ব্যাপারে তিনি আশাবাদী। জেলায় বন্যা ত্রাণ কেলেঙ্কারি, নিয়োগের দুর্নীতি আবাস যোজনায় বিস্তর গরমিলের অভিযোগ বিষয়ে তিনি সরব।

এদিন মিনাক্ষির প্রস্তুতি বৈঠকে এলাকার সিপিএম এবং ডিওয়াইএফআইয়ের নেতৃত্ববৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here