বিডিও কে চার ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্ৰামের মানুষেরা।

0
174

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ ‘রাজনৈতিক প্রভাব’ খাটিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে আসল উপভোক্তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বাঁকুড়ার বড়জোড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ পণ্ডিতকে প্রায় চার ঘন্টা আটকে রেখে বিক্ষোভ দেখালেন বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের বড়কুড়া গ্রামের মানুষ। শনিবার গ্রাম সভার এক বৈঠকে যোগ দিতে বিডিও ঐ গ্রামে গেলে গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে, আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে গ্রামে যায় বেলিয়াতোড় থানার পুলিশ।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রথম দফার তালিকায় ঐ এলাকার ১২১৯ জনের নাম আসে। পরে সাম্প্রতিক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে সমীক্ষা শেষে নতুন তালিকা প্রকাশের পর দেখা যায় ৬০০ জনের নাম বাদ পড়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ‘আশা কর্মীদের হুমকি দিয়ে তৃণমূল কর্মীদের নাম ঐ তালিকায় তোলা হয়েছে। প্রকৃত উপভোক্তা গরীব মানুষের নাম বাদ দিয়ে বাড়ি আছে এমন ব্যক্তিদের নাম তালিকাভূক্ত করা হয়েছে বলে অভিযোগ।

এবিষয়ে বড়জোড়ার বিডিও সুরজিৎ পণ্ডিত বলেন, প্রাথমিক তালিকা তৈরী হয়েছে। যাঁদের অভিযোগ আছে তাঁরা আগামী সোমবারের মধ্যে লিখিত অভিযোগ করুন। গ্রাম পঞ্চায়েত, ব্লক ও জেলাশাসকের দপ্তরে অভিযোগ বক্স রয়েছে। সেখানে জমা পড়া সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here