তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তোলা কে কেন্দ্র করে একই ইউনিয়নের ছাত্রদের মধ্যে মারামারি।

0
232

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- তৃণমূল ছাত্র পরিষদের একই ইউনিয়নের পতাকা তোলাকা কেন্দ্র করেই 2 পক্ষের মধ্যে তুমুল অশান্তি ।
এই অশান্তির জেরে যথারীতি গড়ায় হাতাহাতিতে । দুই পক্ষই যথেষ্ট আঘাত প্রাপ্ত হয়েছে। সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্র হাজী এসটি মল্লিক এ চিকিৎসা করাতে আসে। দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছেন। মূলত পতাকা তোলাকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত । ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ পৌঁছায় পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রনে আসে গন্ডগোল। হাওড়া সাঁকরাইল আন্দুল প্রভু জগদবন্ধু কলেজের ঘটনা। আপাতত কলেজ এলাকায় শান্তিপূর্ণ। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রিন্সিপাল কে বিষয়টি দেখার জন্য অনুরোধ যেমন তারা করেছেন তারই পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখার জন্য দুপক্ষই দাবী করেছে । কাদের দোষ আর কাদের দোষ নয়, তা দেখার জন্য। তবে এ ব্যাপারে তেমনভাবে গুরুত্ব দিতে নারাজ সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল । তিনি ছোট ছোট ছেলে মেয়েদের এই গন্ডগোল করাটা মোটেই মেনে নিতে পারেননি এবং তারা যাতে আর এমন গন্ডগোল না করে তার জন্য তিনি তাদের কাছে বলবেন এমনই জানান। এই নিয়ে কলেজ চত্বরে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here