জলপাইগুড়ির আবেগের উপর বাধা, প্রতিবাদ নাগরিক সমাজের।

0
288

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ির আবেগের উপর বাধা।প্রতিবাদ নাগরিক সমাজের।দিলেন সারক লিপি । জল শহরের নাগরিক সমাজ স্তম্ভিত এটা দেখে যে শহরের শৈশবের একমাত্র সবুজ কার্পেট তিস্তা উদ্যানের বাণিজ্যিকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী জলপাইগুড়ি শহরের প্রতিটি শৈশবের আবেগের জায়গা এই তিস্তা উদ্যান। এই উদ্যানকে বিয়েবাড়ি তথা অন্য যেকোন রকমের ব্যবসায়িক ব্যবহারের বিরুদ্ধে শহরের নাগরিক সমাজ তীব্র এবং দৃঢ় প্রতিবাদ জানিয়ে এবং তিস্তা উদ্যানের ব্যবসায়িক ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে একটি সারক লিপি দিলো তিস্তা উদ্যান কর্তৃপক্ষের হাতে।সাথে বিষয়টি দেখার কথাও জড়ালোভাবে বলা হয়েছিল এইদিন।