পঞ্চায়েত নির্বাচনের আগে সায়নী ঘোষের আগমন হবে, জোর কদমে প্রস্তুতি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।

0
119

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৮ এবং ২৯ শে ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলায় কর্মীসভা করতে আসছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ। দলীয় সূত্রে জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম মাঠে বিরাট কর্মীসভা আয়োজিত হবে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সায়নী ঘোষের সভাকে কেন্দ্র করে সাজ সাজ রব। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সংগঠনকে আরো মজবুত করে তুলতে এবং দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে সায়নী ঘোষের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জেলার বিভিন্ন ব্লক এবং শহর জুড়ে জোর কদমে শুরু হয়েছে তারই প্রস্তুতি। রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একাধিক ইস্যু নিয়ে বিশেষ বৈঠক করলেন জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার। পাশাপাশি এদিনের এই বৈঠকে ওয়ার্ড এবং বুথ ভিত্তিক দলীয় কমিটি ঘোষণা করেন তিনি। সূত্রের খবর বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আগামী দিনের রূপরেখা স্থির করা হয় বিভিন্ন বিষয়ে। জেলায় বিরোধীদের অস্তিত্ব শূন্য বৈঠকে এসে সংবাদমাধ্যমের সামনে এমনটাই দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি মৃণাল সরকার। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে মহিলাদের যথেষ্ট উপস্থিতি চোখে পড়ে বৈঠকে। এদিনের এই বৈঠকে দূরদূরান্ত থেকে আগত কর্মী-সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here