এলআইসির ২৬ তম সম্মেলনকে সামনে রেখে জাঠা পদযাত্রায় যোগদান করতে বালুরঘাট এলআইসি অফিসের প্রতিনিধিরা অমরপুর এর উদ্দেশ্যে রওনা দিল বুধবার।

0
121

দক্ষিণ দিনাজপুর,(বালুরঘাট) ৩ জানুয়ারি:- এলআইসির ২৬ তম সম্মেলনকে সামনে রেখে জাঠা পদযাত্রায় যোগদান করতে বালুরঘাট এলআইসি অফিসের প্রতিনিধিরা অমরপুর এর উদ্দেশ্যে রওনা দিল বুধবার। এদিন এলআইসি অফিস চত্বরে বীমা কর্মচারীরা নিজেদের দাবি দেওয়া কে সামনে রেখে পথসভা করবার পাশাপাশি বীমা শিল্পে কেন্দ্র সরকার যেভাবে হস্তক্ষেপ করছে তারই আশঙ্কা প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানা যায় গোটা দেশের মধ্যে এলআইসি সবথেকে পুরনো এবং গ্রাহকের সংখ্যা বেশি সেই পুরন ো ঐতিহ্যশালী এই প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করে দেওয়ার কেন্দ্র সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত তারই প্রতিবাদে এই দিনের জাঠা মিছিলে যোগদান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here