সুখ : রাণু সরকার।

0
497

সুখগুলো নিতান্তই নাবালক,
মন্থরগতিতে বুকে হেঁটে চলে-
সুনির্দিষ্টতার বড়ই অভাব,
নাবালক বটে, তবে দয়ালু,
কষ্টের পাশে ঘোরাঘুরি করে,
তার ঠোঁটে লেগে থাকে অস্ফুট ক্ষীণ হাসি।
নাবালক হলেও বিলাসপ্রিয়,
কটু কথা বলি রাগে-
হতভাগা, কবে তুই সাবালক হবি?
গভীর রাতে নিভৃতে যতনে যখন বুকে জড়িয়ে ধরে-
তখন শুধুই সুখ-দুঃখের স্মৃতি বিচরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here