কনকনে ঠান্ডায় কুষ্ট রোগে আক্রান্ত ও ভিক্ষুকদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন কলকাতার সমাজকর্মী ও লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া সেন্ট্রাল।

0
299


আবদুল হাই, বাঁকুড়াঃ গোটা রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। শীতের হাড় হিম করা প্রচন্ড ঠান্ডায় আমরা যখন উষ্ণ পোশাক আর লেপ,কাঁথার নিচে আরামে ঘুমাচ্ছি।তখন কেউ কেউ কেবলমাত্র জামা গায়ে অসহায় ভাবে দিন রাত কাটাচ্ছে।কি আর করবে? শীতের পোশাক কেনার পয়সা পাবে কোথায়? এই সব শীতার্ত মানুষদের কথা ভেবে এগিয়ে এল কলকাতা থেকে আগত কিছু সমাজকর্মী ও লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া সেন্ট্রাল।আজ বাঁকুড়া জেলার ছাতনা গৌরীপুর এর সন্নিকটে কল্যানপুর কুষ্ট গ্ৰামে কুষ্ট রোগে আক্রান্ত, ভিক্ষুক,অসক্ত এবং অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এছাড়া এদিন ছাতনা সংলগ্ন বামনকুলি ও হাটতলার ৫০ টি পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও চাদর তুলে দেওয়া হয়। এই প্রচন্ড শীতে শীতবস্ত্র পাওয়া মানুষেরা খুবই খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here