নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে বিনামূল্যে প্রাক্ মাধ্যমিক মহড়া পরীক্ষা।

0
138

আবদুল হাই, বাঁকুড়াঃ আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে, ভয়ভীতি দূর করতে ও পরীক্ষার্থীদের মান যাচাই করতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হল বিনামূল্যে প্রাক্ মাধ্যমিক মহড়া পরীক্ষা ।আজ শনিবার সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর খাতড়া সহ অন্যান্য জোনের পরীক্ষা শুরু হয় ।সংগঠনের তরফে জানানো হয়েছে, বিগত বছর গুলোর ন্যায় এবছরও বিনামূল্যে এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামর্থ্য যাচাই করার বন্দোবস্ত করা হয়েছে।এদিন সোনামুখী বি জে হাইস্কুলে ১৩০ জন ছাত্র ছাত্রী এবং খাতড়া ব্লক এলাকার বিভিন্ন স্কুলের প্রায় ১০০ জন মাধ্যমিকের ছাত্র-ছাত্রী মক টেস্টে অংশগ্রহণ করে। মোট চারটি বিষয়ের মক টেস্ট হবে। বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থী ৩০০০ জন।আজ জীবন বিজ্ঞান বিষয় দিয়ে মক টেস্ট শুরু হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here