রাজ্যের একাধিক জেলায় জঙ্গি ধরা পড়ার ঘটনা নিয়ে খড়গপুর থেকে রাজ্য সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ।

0
198

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা পশ্চিমবাংলায় জেলায় জেলায় এই ধরনের জঙ্গি ধরা পড়ছে । খিদিরপুর, হাওড়া, কলকাতা, শিলিগুড়ি, মালদা, বীরভূম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরা কোথাও ছাত্র হিসেবে, কোন মাদ্রাসায় টিচার হিসাবে আছে । সরকার সব জানে, বাইচান্স ধরা পড়ছে। অন্য রাজ্য থেকে এসে থাকছে , ওখানকার পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে । সরকারের চিন্তা করা উচিত। তারা নিশ্চয়ই এটাকে নিশ্চিন্তে থাকার জন্য সেফ হোম মনে করছে । সরকারকে সিরিয়াসলি ভাবা উচিত এটা। যেহেতু বর্ডার এলাকা আমাদের এখানে এধরনের সংখ্যা বেশি থাকে। সরকারকে বেশি নজর দেওয়া উচিত। সরকার এসব ভুলে গিয়ে এখন সরকার আর নেতাদের বাঁচাতে ব্যস্ত । সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শহরে মর্নিং ওয়ার্ক সারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তারপর চা চক্র সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ, অন্যদিকে ফের বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ার ঘটনার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, এই ধরনের নতুন উদ্যোগকে ব্যাহত করার জন্য। বন্দে ভারত ট্রেন নিয়ে সারা দেশে যেভাবে উন্মাদনা তৈরি হয়েছে, বিশ্বের কোন গোষ্ঠী বা কেউ এটাকে আটকানোর চেষ্টা করছে। সেজন্য জায়গায় জায়গায় ঘটনা ঘটাচ্ছে । রেল এবং সম্পর্কিত রাজ্য সরকার সম্মিলিতভাবে এটা নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। তা নাহলে লোকে ভয়ে ভয়ে ট্রেনে চাপবে। সফল হবে না এই উদ্যোগ ।জি-টুয়েন্টি সামিট প্রসঙ্গ নিয়ে তিনি বলেন,
জি-টুয়েন্টি সাবমিট আমাদের ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনাময়ী আর একটা বৈঠক প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রধানমন্ত্রীর নির্দেশে ভারত এবারে জি-টুয়েন্টি বৈঠকে বসছে। ২৯ টা উন্নত দেশ বিশ্বের। যারা ব্যবসাকে পঁচাশি পার্সেন্ট ব্যবসাকে নিয়ন্ত্রণ করে বিশ্বের। এবং ৭৫ পার্সেন্ট অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। সেই উন্নত দেশগুলো ভারতবর্ষে আসছে। তার লাভ নেওয়ার জন্য ভারত বর্ষ ৫৬ টা বড় বড় শহরে মিটিং করবে, তার মধ্যে কলকাতা, শিলিগুড়িও আছে। ভারতের অর্থনীতি, ভারতের উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা, কালচার, খাওয়া দাওয়া সবকিছু দুনিয়ার সামনে তুলে ধরার সুযোগ আসছে আমাদের কাছে। এইজন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে সফল করার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here