সারা রাজ্যের পাশাপাশি “দিদির সুরক্ষাকবচ” অনুষ্ঠিত হয় পাঁশকুড়াতে।

0
151

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের পাশাপাশি “দিদির সুরক্ষাকবচ” অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এই সুরক্ষা কবজ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সুমনা মহাপাত্র। সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা রাজ্যের মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পকে সামনে রেখে “দিদির সুরক্ষাকবচ” নিয়ে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীর ঘোষিত কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সহ একাধিক প্রকল্পকে সামনে রেখে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চায় তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে “দিদির সুরক্ষাকবচ” কর্মসূচি এই ভাবে পালিত হচ্ছে। তাই এই দিন পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একই কর্মসূচি পালন করা হয়। মূলত আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে রাখতে এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here