হরিরামপুর আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে আজ হরিরামপুর বি এল এল আর ও কে একটি ডেপুটেশন ।

0
110

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হরিরামপুর আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে আজ হরিরামপুর বি এল এল আর ও কে একটি ডেপুটেশন দেওয়া হয় এদিন এই ডেপুটেশনের দাবিগুলি ছিল ১)অবৈধ কাগজপত্র দেখিয়ে রেকর্ড বন্ধ করতে হবে ২)আদিবাসী সমাজের রেকর্ড ভুক্ত কবরস্থান ব্যক্তিদের নামে রেকর্ড বন্ধ করতে হবে ৩) আদিবাসীদের পৈত্রিক সম্পত্তি হস্তান্তর হচ্ছে না তার বিকল্প সুব্যবস্থা ব্যবস্থা করা ৪) আদিবাসী অধ্যুষিত এলাকায় জল জঙ্গল জমির উপর বন অধিকার আইন ২০০৫ সালের হিসেবে আদিবাসীদের অগ্রাধিকার দিতে হবে ৫) আদিবাসীদের এলাকায় সরকারি খাস জমি থাকলে মাঝি থান ও জাহের স্থান নামে পাট্টা করতে হবে ৬) আদিবাসী অধ্যুষিত এলাকায় সরকারি খাস জমি থাকলে ভূমিহীন ও বাস্তুহীন আদিবাসীদের জন্য বন্দোবস্ত করতে হবে । এই ডেপুটেশনে হরিরামপুর ব্লকের বিভিন্ন স্থানের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন হরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় জমায়েত হয়ে সেখান থেকে রেলি করে হরিরামপুর বি এল আর অফিসে পৌঁছান। কোনরকম অপ্রীতিকর ঘটনা রুখতে এদিন হরিরামপুর বি এল আরও অফিস চত্বরে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয় । বি এল আর ও অফিস চত্বরে এডিট হরিরামপুর থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে বিএল এল আর ও কে ডেপুটেশনের কপি দেওয়া হয় এ প্রসঙ্গে বি এল এল আর ও সুদান মোক্তান জানান ওনাদের বিষয়গুলি নিয়ে আলোচনা করে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে যেগুলো এখান থেকে সম্ভব সেগুলো খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে সেগুলো জেলায় জানিয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন । এদিনের এই আদিবাসী সিঙ্গেল অভিযানের ডেপুটেশনে উপস্থিত ছিলেন
আদিবাসী সেঙ্গল অভিযান জেলা সভাপতি পরিমল মার্ডি , বালু মুর্মু আদিবাসী সেঙ্গল অভিযান ব্লক সভাপতি দুখিরাম মুর্মু সেঙ্গল ব্লক পারগানা বিক্রম মুর্মু জেলা সেঙ্গল পারগানা দক্ষিণ দিনাজপুর সহ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী সম্প্রদায়ক মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here