আগুন লাগার আতঙ্ক নিরসনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

0
229

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ভৌতিক তথা অলৌকিক ঘটনার নিরসনে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের উচালন গ্রামে পৌঁছান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। উল্লেখ্য উচালন হাজরা পাড়ায় দেবীপ্রসাদ হাজরার বাড়িতে গত ইংরেজি ৫ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাড়ির বিভিন্ন প্রান্তে আগুন লাগতে থাকে। কখনো ক্যালেন্ডারে, কখনো বা বিছানায়, আবার কখনো বাড়ির দামি আসবাবপত্রে। হঠাৎ হঠাৎ আগুন লাগার ফলে কুড়ে নষ্ট হয়ে যায় বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী। আগুন লাগার ঘটনা প্রায় প্রতিদিন চলায় আতঙ্কে ভুগতে থাকে পরিবারের সকলে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রাম সহ পাশাপাশি গ্রামেও। প্রতিনিয়ত পার্শ্ববর্তী এলাকা থেকে বহু মানুষ ভিড় জমাতে থাকেন ওই বাড়িতে। কিভাবে লাগছে আগুন হতবাক সকলে। রাতারাতি ওই বাড়িতে পাহারায় বসেন স্থানীয় লোকজন। কিন্তু সুরাহা হয়নি তাতেও। কারো কারো মুখে শোনা যায়? ব্রহ্মদৈত্য ভর করেছে বাড়ির গৃহকর্তির উপর। ডাক পড়ে রোজার। তা সত্ত্বেও একই ঘটনা। ঘটনার খবর পেয়ে পরিদর্শনে আসেন জেলা সভাধিপতি শম্পা ধারা, ব্লক সভাপতি অসীম পাল। আর তারপরই খবর যায় বিজ্ঞান মঞ্চে। উক্ত বাড়িতে পৌঁছান বিজ্ঞান মঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রায় দু ঘন্টা যাবত চলে জিজ্ঞাসা পর্বের পালা। অবশেষে খোলসা হয় ভৌতিক কর্মকাণ্ডের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here