নিশীথ প্রামাণিক আত্মসমর্পণ করায় মিষ্টি বিতরণ করলো তৃণমূল কংগ্রেস।

0
159

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: সোনার দোকানে চুরির ঘটনায় আলিপুরদুয়ার জেলা আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সেই খবর আসতে না আসতে নৈতিক জয় হয়েছে বলে দাবি তুলে মিষ্টি বিতরণ করলো তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার শহরের প্রাণ কেন্দ্র কাছারি মোড় এলাকায় পথ চলতি মানুষকে মিষ্টি মুখ করেন তৃণমূল কংগ্রেস। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকেশ চৌধুরী, তৃণমূল ছাত্র পরিষদের নেতা সায়নদীপ গোস্বামী সহ আরও অনেকে।

এদিন এবিষয়ে কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকেশ চৌধুরী জানান,কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক আমাদের কোচবিহারের লজ্জা। আমরা সেই কথাটা কোচবিহারের মানুষকে বোঝাতে চাইছিলাম। আমাদের জেলা সভাপতি যে আন্দোলন শুরু করেছে তা সার্থক। কারণ আজ তিনি আলিপুরদুয়ার আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন জামিন নিয়ে আসেন। তা থেকে প্রমাণিত হয় যে তিনি ওই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শুরু এখানেই থামবো না। আমরা তার পদত্যাগের দাবিতে আরো আন্দোলনকে জোরদার করে তুলবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here