বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন আদিবাসী কুড়মি সমাজের।

0
97

আবদুল হাই, বাঁকুড়াঃ আদিবাসী কুড়মি সমাজের খাতড়া ব্লক কমিটির পক্ষ থেকে খাতড়া ব্লকসহ কৃষি আধিকারিককে ডেপুটেশন দেওয়া হলো। আজ মঙ্গলবার দুপুরে আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্ব ও সদস্যরা ব্লক সহ কৃষি অধিকর্তাকরণের দপ্তরে গিয়ে ওই ডেপুটেশন জমা দেন । সমাজের পক্ষ থেকে জানানো হয়, ধানের গুণগত মানের নামে কুইন্টাল প্রতি ছয় কেজি থেকে 10 কেজি করে ধানের দাম কাটা হচ্ছে কিষাণ মান্ডিতে। সেই ধান অথবা ধানের মূল্য ফেরতের দাবি, রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ ও চাষীদের ন্যায্যমূল্যে সার বিক্রয় করার দাবি, কালোবাজারি করার সার ব্যবসায়ীদের অবিলম্বে লাইসেন্স বাতিল করার দাবি সহ মোট ১১ দফা দাবিতে এদিনের ডেপুটেশন দেওয়া হয়েছে বলে আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে খাতড়া ব্লক সহ কৃষি আধিকারিক দীপক মন্ডল জানান, দাবি গুলি খতিয়ে দেখা হবে এবং সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here