মানবিক মুখ মহিষাদল থানার পুলিশের ।

0
207

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মানবিক মুখ মহিষাদল থানার পুলিশের । এই কনকনে ঠান্ডায় সাধারণ মানুষ যখন বাড়িতে কম্বল মুড়ি দিয়ে শীতঘুম দেয়,ঠিক তখনই রাস্তার মোড়ে মোড়ে ডিউটিরত সিভিক ভভলেন্টিয়াররা লক্ষ্য করে বেশ কিছু ভবঘুরে ও অসহায় মানুষ রাত্রি যাপন করে খেয়াঘাট বা যাত্রী বিশ্রামাগারে। তাদের সেই কষ্টের কথা তুলে ধরে মহিষাদল থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার চন্দ্রের কাছে। এই কথা শেষ হতে না হতেই তিনি নিজে বেরিয়ে পড়লেন কিছু শীতের পোষাক ও কম্বল নিয়ে। গতকাল রাতে গেঁওখালি থেকে হরিখালী, তেরপেখ্যা- নন্দীগ্রাম ফেরীঘাট, অমৃতবেড়িয়া – মায়াচর ঘাট,লক্ষ্যা থেকে নামালক্ষ্যা সহএলাকার বিভিন্ন জায়গায় গিয়ে ভবঘুরেদের হাতে কম্বল তুলে দেন মহিষাদল থানার পুলিশ। আর এই কম্বল পেয়ে খুশিতে আত্মহারা এই অসহায় মানুষরা।

প্রলয় বাবু একজন সহৃদয় ও দয়ালু মানুষ বলেই পরিচিত মহিষাদল বাসীর কাছে। সেটা আরও একবার প্রমান করে দিলেন। পুলিশের এই ভূমিকায় খুশি মহিষাদলবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here