বিক্ষোভের মুখে বিধায়ক বিকাশ রায়চৌধুরি।

0
267

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-“দিদির সুরক্ষা কবজ” কর্মসূচিতে এসে বিক্ষোভের মুখে বীরভূম জেলার সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। ঘটনাটি ঘটেছে আজ বৈকালে দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। উল্লেখ্য, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ‘দিদির দূত’দের ঘিরে বিক্ষোভ অব্যাহত ৷ রাজ্যের বিভিন্ন এলাকার পর এবার প্রায় একইরকম চিত্র ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই অঞ্চলে৷ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা বেরিয়েছেন বিভিন্ন জেলা সফরে ৷ আম জনতার বাড়ি পৌঁছে যাচ্ছেন তাঁরা। সেই মতো আজ সিউড়ি বিধানসভার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় সিউড়ি বিধানসভার তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরিকে। তাঁর আসার আগে থেকেই গ্রামবাসীরা গাছের ডাল ফেলে পথ অবরোধ করেন। গ্রামবাসীদের পানীয় জলের সমস্যা নিয়ে রয়েছে হাজারো অভিযোগ। সেই অভিযোগ শোনেন খোদ বিধায়ক বিকাশ রায়চৌধুরি। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে তিনি জানান, আগামী দশদিনের মধ্যে এখানে পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। বিধায়কের আশ্বাসে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন। তারপর তিনি পার্শ্ববর্তী এলেমা গ্রামে গিয়ে একটি জনসভা করেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here