আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য।

0
436

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- অপরাধমূলক ঘটনা যখন বাড়ছে,তখন আত্মরক্ষার কৌশল ছোটো থেকেই শেখা জরুরি হয়ে পড়েছে। কারণ আজ যারা ছোটো, তারাই তো ভবিষ‍্যতের নাগরিক। তাই দেহে-মনে শক্তিশালী সমাজ গঠনে ক‍্যারাটের গুরুত্ব অনেক। খেলার স্বাদও তাতে মিশে আছে। এমনই এক ক‍্যারাটে প্রতিযোগিতায় অংশ নেওয়া উৎসাহী কচিকাঁচারা চ্যাম্পিয়ন হল। বীরভূম জেলার দুবরাজপুরের ইউথ কর্ণার ক্যারাটে একাডেমির ৭ জন খুদে আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রতি বীরভূম জেলার রামপুরহাট রেলওয়ে আদর্শ বিদ্যামন্দিরে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম ও বর্ধমান জেলার শতাধিক ক্যারাটে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। দুবরাজপুর ইউথ কর্ণার ক্যারাটে একাডেমির মাহি উদেশি, বহ্নি চক্রবর্ত্তী ও অরন্য মণ্ডল প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি পরিনিধি শর্মা, অনীক সিং ও তুষার গড়াই তৃতীয় স্থান অধিকার করেছে। তাছাড়াও ১৪ থেকে ১৫ বছর গ্রুপে অভী দাস চ্যাম্পিয়ন হয়েছে। দুবরাজপুর ইউথ কর্ণার ক্যারাটে একাডেমির ১০ জন ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তার মধ্যে ৭ জন প্রতিযোগী সফল হয়েছে। তাই তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন উদ্যোক্তারা। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ক্যারাটে একাডেমির স্তুতি পন্ডিত প্রথম, রানী ঘোষ ও অন্তরা চৌধুরী দ্বিতীয় এবং উপাসনা সূত্রধর তৃতীয় স্থান অধিকার করেছে। উপস্থিত ছিলেন সুপ্রীম বিচারক অলক চ্যাটার্জি, অতিরিক্ত বিচারক সিদ্দিক মিয়া প্রমুখ। সেনসাই অলক চ্যাটার্জি জানান, দুবরাজপুর ইউথ কর্ণার ক্যারাটে একাডেমি ও খয়রাশোল ক্যারাটে একাডেমি থেকে মোট ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে অনেকেই সফল হয়েছে। যাঁরা আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাঁদের অভিভাবকদের সহযোগিতা থাকলে তারা জাতীয় স্তরে অংশগ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here