একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামলো মারুং গুরু বাঁচাও ও ভারত যাত্রা আদিবাসী সিঙ্গেল অভিযান মালদা জেলা কমিটির সদস্যরা।

0
110

নিজস্ব সংবাদদাতা, মালদা:- একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামলো মারুং গুরু বাঁচাও ও ভারত যাত্রা আদিবাসী সিঙ্গেল অভিযান মালদা জেলা কমিটির সদস্যরা। মালদা শহরের রামকৃষ্ণপল্লী ময়দান থেকে প্রায় কয়েক হাজার আদিবাসী সংগঠনের সদস্যরা এই মিছিলে পা মেলান। ধামসা মাদল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে তাদের এই মিছিল মালদা শহরের রথবাড়ি রাজ হোটেল মোড় প্রহর আমোর হয়ে জেলা প্রশাসনিক ভবনে সামনে পৌঁছায়। আগে থেকে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল জেলা প্রশাসনিক ভবনের সামনে। সংগঠনের জেলা সম্পাদক মোহন হাঁসদা জানান যে একাধিক দাবি নিয়ে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন। মূলত তাদের দাবিগুলি হলো আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অল চিকি ভাষায় পঠন পাঠন লাগু করতে হবে। দ্বিতীয় দাবী হলো আদিবাসী বিশিষ্ট পরব বাহা কারাম জন্ম ও মৃত্যুর দিনগুলিতে ছুটি ঘোষণা করতে হবে সহ একাধিক দাবি নিয়ে এই আন্দোলনে শামিল হয়েছেন। পরে তাদের দাবিগুলি স্মারকলিপি হিসেবে জেলা প্রশাসনিক দপ্তরে জেলাশাসকের হাতে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here