আবাস যোজনায় দুর্নীতির তথ্য সংগ্রহ করতে পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় প্রতিনিধিদল।

0
230

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবাস যোজনায় দুর্নীতির তথ্য সংগ্রহ করতে পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার রাতেই প্রবেশ করল কেন্দ্রীয় দুই প্রতিনিধির দল, তাদের বর্তমানে রাখা হয়েছে মেদিনীপুর শহর থেকে ৭০ কিলোমিটার দূরে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গড়বেতার গনগনিতে, কিন্তু শহর থেকে এতটা দূরে রাখা হয়েছে যাতে যাতায়াতে সময় নষ্ট হয় এমনটাই অভিযোগ বিজেপির, ঐদিন রাতে কেন্দ্রীয় প্রতিনিধির দলের সঙ্গে সাক্ষাৎ সারলেন ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট, এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমূল্য মাইতি সহ অন্যান্য নেতাকর্মীরা, প্রসঙ্গ সারা রাজ্যে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব, এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমূল্য মাইতি বলেন যেভাবে জেলা জুড়ে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে তাতে আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ করেছি, সেই অভিযোগ ইতিমধ্যেই কেন্দ্রে পাঠানো হয়েছে, এবং কেন্দ্র থেকে তারই তদন্ত সাপেক্ষে কেন্দ্রীয় প্রতিনিধিদল জেলায় প্রবেশ করেছে, সূত্রে জানা গিয়েছে বুধবার জেলা শাসকের সঙ্গে বৈঠক সেরে ক বিভিন্ন এলাকায় প্রবেশ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here