দিদির সুরক্ষা কবজ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে দিদির দূতেরা ।

0
143

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৯ জানুয়ারী— দিদির সুরক্ষা কবজ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে দিদির দূতেরা । এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ৫ নম্বর ভাটপাড়া পঞ্চায়েতে মানুষের বাড়ি বাড়ি পৌছে যান তৃনমুল নেতৃত্বরা । যেখানেই সরকারি একাধিক সুবিধা থেকে বঞ্চিত এক মহিলা নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্বদের মাঝে । এদিন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহ রায়, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্ত্তী, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা মানুষের কাছে পৌঁছান । তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শোনেন । এবং আগামীতেও তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ।
সংগে ছিলেন ভাটপারা অঞ্চল টিএমসি নিখিল সিংহ রায়,তিনি জানন,দিদির সুরক্ষা কবচ নিয়ে মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শোনা হয় এবং সমাধান করা হয়।ওই গ্রামে একটি স্কুলে যাওয়া হয়, সেখানে সিক্ষক এবং ছাত্র ছাত্রীদের কথা শুনে এলাকায় একটি রাস্তার সমস্যা আছে সেটি দ্রূত মেরামত করার জন্য দিদির দপ্তরে ছবি তুলে পাঠানো হয় বলে জানান ব্লক সভাপতি নিখিল বাবু।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here