আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে করসা গ্রাম পঞ্চায়েতে এলেন কেন্দ্রের দুই সদস্যর প্রতিনিধিদল।

0
221

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দু’নম্বর করসা গ্রাম পঞ্চায়েতে এলেন কেন্দ্রের দুই সদস্যর প্রতিনিধিদল, এই দিন গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার বিভিন্ন নথি খতিয়ে দেখেন তারা, এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন ADM জেলা পরিষদ পিনাকী রঞ্জন প্রধান,BDO অমিতাভ বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ,এই দিন বিভিন্ন এলাকা ঘুরে আবাস যোজনার নথি সংগ্রহ করেন তারা, প্রসঙ্গত আবাস যোজনার দুর্নীতি নিয়ে একাধিকবার সরব হয়েছে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলি, সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জেলায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল, প্রসঙ্গত গত মঙ্গলবার সন্ধ্যায় জেলায় প্রবেশ করেছিল কেন্দ্রের দুই সদস্যের প্রতিনিধিদল, এরপর খড়গপুর,সবং,কেশপুরে বিভিন্ন এলাকায় ঘুরে নথি সংগ্রহ করেছেন তারা, তবে এই দিন বিক্ষোভের মুখে না পড়লেও ক্ষোভ দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে, তাদের বক্তব্য যারা প্রকৃত এই আবাস যোজনার দাবিদার তারা এই আবাস যোজনা পারছেন না, যাদের পাকা বাড়ি রয়েছে এবং প্রভাবশালী তাদের এই আবাস যোজনায় নাম রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here