ফুল কিনতে এসে শুধু টাকা খসানো নয়,কোলাঘাটের এই ফুল বিক্রেতার কর্মকাণ্ডে থমকে দাঁড়াবেন ক্রেতারা।

0
262

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  অন্যান্য জিনিস পত্রের দামের পাশাপাশি বেড়েছে ফুলের দাম। যে কারণে বাজারে ফুল কিনতে যাওয়া মানেই একটু বেশি টাকা খসাতে হচ্ছে ক্রেতাদের। তবে আর পাঁচটা ফুল বিক্রেতার থেকে ফুল কেনার তুলনায় এমন এক ফুল বিক্রেতার সন্ধান মিলেছে যার কাছে হবে পয়সা উসুল।
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করতেন তার কাঁচা বাদাম গান গেয়ে। বহু মানুষ রয়েছেন যারা সে সময় তার কাছে বাদাম না কিনলেও অন্তত পক্ষে তার গান শোনার জন্য থমকে দাঁড়াতেন। সেই রকমই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এমন এক ফুল বিক্রেতার সন্ধান পাওয়া গিয়েছে যার কাছে ফুল কিনতে গেলে আপনাকে থমকে দাঁড়াতে হবে। কারণ ওই ফুল বিক্রেতা কোলাঘাট ফুল মার্কেটে নতুন নতুন গান গেয়ে ফুল বিক্রি করে থাকেন। ওই ফুল বিক্রেতা নিজেই গান রচনা করেন এবং সেই গান ফুল বিক্রি করার সময় গেয়ে ক্রেতাদের মন ভরিয়ে দেন। যে কারণে ফুল ক্রেতারা কোলাঘাট ফুল মার্কেটে গেলে অন্তত পক্ষে তার কাছে একবার পৌঁছে যান গান শোনার তাগিদে।কোলাঘাট ফুল মার্কেটের এমন ফুল বিক্রেতার নাম হলো প্রদীপ ঘোষ। তিনি পাঁশকুড়া থানা এলাকার সাঁকটিগরী গ্রামের বাসিন্দা। ৩০ বছর ধরে তিনি ফুলের ব্যবসা করে আসছেন। ক্রেতাদের চাহিদা মত তিনি বিভিন্ন ধরনের ফুল বিক্রি করে থাকেন আর সেই সকল বিভিন্ন ধরনের ফুল নিয়েই গান রচনা করেন। ফুলের সঙ্গে সঙ্গে আবার তাকে ফুলের দাম ইত্যাদি প্রসঙ্গও গানের সঙ্গে জুড়ে দিতে দেখা যায়। বাজারে ফুল কিনতে এসে গান শোনা এযেন বাড়তি পাওনা, আর সেই বাড়তি পাওনা বাজারে আসা ক্রেতাদের থমকে দাঁড়াতে বাধ্য করে। তবে প্রদীপ বাবু কেবল মাত্র নিজের রচনা করা গান গেয়ে থাকেন এমন নয়, এর পাশাপাশি তিনি পুরনো দিনের বিভিন্ন গানও যে থাকেন নিজের মনের আনন্দে। সহজ সরল প্রদীপ বাবুর এমন আচরণের পরিপ্রেক্ষিতে ক্রেতারা যেমন খুশি হন সেই রকমই আবার তার আশে পাশের বিক্রেতাদেরও মন ভরে যায়। ফুল বিক্রির পাশাপাশি গানের দৌলতে প্রদীপ বাবু এখন কোলাঘাট ফুল মার্কেটের আকর্ষণের মূল কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here