সাতসকালে নারায়ণগড়ে জাতীয় সড়কে বেপরোয়া লরি পিষে দিয়ে গেল এক চিকিৎসককে, চাঞ্চল্য।

0
175

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বেপরোয়া লরি দুর্ঘটনার প্রতিবাদ করতে গিয়ে চিকিৎসকের উপর দিয়ে বেপরোয়া ভাবে চালিয়ে দিল লরি চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হল চিকিৎসকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে
পশ্চিম মেদিনীপুর জেলার ৬০ নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার উকুনমারির কাছে। সোমবার সাতসকালে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের আহত ২। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মকরামপুর হাসপাতালে। জানা গেছে সোমবার ভোরে খড়গপুর থেকে প্রাইভেট কারে করে দীঘা যাচ্ছিলেন চিকিৎসক দম্পতি সহ পাঁচ জন। যাওয়ার সময় একটি লরি জাতীয় সড়কে ওই প্রাইভেট কারটিকে ওভারটেক করতে গেলে প্রাইভেট কারের সামনের অংশে ধাক্কা লাগে দুর্ঘটনার পর প্রাইভেট কারের যাত্রীরা নেমে ওই লরি চালককে আটকে বাগ বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরপর লরি চালক লরি নিয়ে এগিয়ে যেতে চাইলে চিকিৎসক ৪৫ বছর বয়সি গৌতম মুখার্জি লরির সামনে দাঁড়িয়ে তাকে আটকাতে গেলে তার ওপর দিয়ে চলে যায় লরিটি ঘটনাস্থলে লরির তলে চাপা পড়ে মৃত্যু হয় ওই চিকিৎসকের। আহত হয় আরো দুজন। আহত দুজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মকরামপুর হাসপাতালে। মৃতদেহ সংগ্রহ করেছে নারায়ণগড় থানার পুলিশ। ঘাতক লরি ও তা চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনা কে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here