এলাকাবাসীর দাবিকে অবশেষে মান্যতা দিয়ে গঙ্গার পাড় বাঁধার কাজ শেষ হলো।

0
280

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সাঁকরাইল থানার অন্তত মানিকপুর জেটি ঘাট সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অঞ্চলে গঙ্গার ভাঙ্গনে ধীরে ধীরে এলাকা নদীখর্ভে চলে যাচ্ছিল।। ইটখোলা সহ নদীর সংলগ্ন স্নানের ঘাট ভেঙে নদী গর্ভে চলে যাচ্ছিল। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি অবিলম্বে এই পাড় ভাঙ্গা রোধ না হলে বহু জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। সেই দাবিকে মান্যতা দিয়ে ইরিগেশন দপ্তর বিডিও তত্ত্বাবধানে শাল বোল পুতে মাটির বস্তা দিয়ে পাড় বাঁধানোর কাজ শেষ হলো। তবে আশঙ্কা থেকেই যায় এলাকাবাসীর মনে সাময়িকভাবে গঙ্গার পাড় ভাঙ্গন রোধ করা গেলেও নদীর জোয়ার ভাটার চাপে এই মাটির বস্তা বেশিদিন টিকবে না তাই পাকাপোক্তভাবে যদি গঙ্গার পার বাঁধা না হয় তাহলে আবার সমূহ বিপদ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here